রাঙ্গুনিয়ার দুবাই প্রবাসী ইঞ্জিনিয়ার এম আবু তাহের চৌধুরী গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পল্টন তালুকদার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, শাশুড়ি, জামাই ও নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদে জোহর পল্টননীয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২য় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি চম্পাতলী ঈদগাঁ ময়দানে বাদ আসর সম্পন্ন হয়। পরে তাকে ঈদগাঁ ময়দানের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।