আগুন নিভিয়ে ফেরার পথে দমকল কর্মীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকার হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ শেষে ফেরার পথে স্ট্রোক করে মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফাইটার। গতকাল শুক্রবার দুপুরের দিকে মো. মিলন নামের ওই দমকল কর্মীর মৃত্যু হয়। নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মো. আব্দুল লতিফের ছেলে তিনি। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি চট্টগ্রাম ফায়ার সার্ভিসে যোগ দেন। ১৬ বছর ধরে তিনি ফায়ার সার্ভিসে কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভানোর কাজ শেষে ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মো. মিলন। একপর্যায়ে ঢলে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনে মিলনের নামাজে জানাজা শেষে পরিবারের হাতে তার লাশ হস্তান্তর করা হয়। মো. মিলনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও ফায়ার সার্ভিস সূত্র আজাদীকে জানান।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসি বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে
পরবর্তী নিবন্ধদুর্ভোগের আরেক নাম কালুরঘাট সেতু