দুই দেশের সম্পর্ক জোরদারের তাগিদ

সিটি মেয়রের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম অন্যতম এবং শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখছে। এখানে চসিকের পরিচালনায় ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫০টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এছাড়া নাগরিক সেবা প্রদানে অর্থবহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কসোভো স্বাধীন দেশ হিসেবে ইতোমধ্যে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। যার মধ্যদিয়ে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা করেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত কসোভোর প্রথম রাষ্ট্রদূত গুনার ইউরিয়া মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর দপ্তরে সাক্ষাত করতে গেলে সিটি মেয়র একথা বলেন।
কসোভার রাষ্ট্রদূত গুনার ইউরিয়া বলেন, ২০১৭সালে ২৭ ফেব্রুয়ারি কসোভা প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ। এ জন্য আমরা এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেশটিতে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ রয়েছে। চট্টগ্রাম নগরীর মতো আমাদেরও ইসলামী ঐতিহ্যের অনেক স্থাপনা আছে যা পর্যটকদের আকৃষ্ট করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে দেশে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে দেশকে উন্নয়ন ও অগ্রগতি পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। চট্টগ্রামের যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তার যথার্থ ব্যবহার শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের জন্যই যথেষ্ট অর্থবহ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমপেরিয়াল হাসপাতালের সাথে সান সাইন গ্রামার স্কুল এন্ড কলেজের চুক্তি
পরবর্তী নিবন্ধসুবর্ণদুয়ারে দাঁড়িয়ে