গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি থেকে চারজনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃততরা হলো, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল রুদ্র, সমাজতান্ত্রিক ফ্রন্টের নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, শিক্ষার্থী জাহিদুল আলম রাফি এবং মোহাম্মদ রিফাত।
জানা গেছে, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ২নং গেট এলাকায় মানববন্ধন কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। পরে কর্মসূচিতে পুলিশ বাধা দিলে ছাত্রদের সাথে তর্ক হয়। সেসময় চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পাঁচলাইশ থানা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। সড়কে বিশৃংখলা করার চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’