সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১২:১২ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াদ হোসেন বলেন, ছোট কুমিরা বাজারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সবদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা খাতের সংকট নিরসনে সমন্বিত প্রয়াস জরুরি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজ : ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট