বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগ কর্তৃক অনলাইনে অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ৯টি জেলার ২১টি বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের ১৭৪ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। বাংলাদেশের ৮টি অঞ্চলে এই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর প্রতি অঞ্চল থেকে ১০ জন প্রতিযোগী নিয়ে আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের চুড়ান্ত পর্ব। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াড আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগ। প্রেস বিজ্ঞপ্তি।