চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আজ সন্ধ্যা সাড়ে ৫টায় খড়িমাটি থেকে প্রকাশিত অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী রচিত ‘কালীপুর/ ইজ্জতনগর সমৃদ্ধ অতীত’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। মুখ্য আলোচক থাকবেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন চবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও প্রাবন্ধিক-গবেষক ও আহমদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করবেন-নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।