হাটহাজারী পৌরসভা এলাকায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ফয়জিয়া আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে ওই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্যানিটারী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাহেরুল হক ও থানার পুলিশ অভিযানে সহযোগিতা করে।