টেস্টের প্রস্তুতিতে ঘাম ঝরালো বাংলাদেশ এবং পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

আগামীকাল আরেকটি নতুন সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ঝেড়ে বাংলাদেশ দলের মিশন এবার টেস্ট সিরিজ। বাংলাদেশের লকি গ্রাউন্ড খ্যাত চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম থেকেই শুরু হচ্ছে এই টেস্ট সিরিজ। যদিও এই লাকি গ্রাউন্ডে সব শেষ দুই টেস্টে হেরেছে বাংলাদেশ একেবারে অপ্রত্যাশিতভাবেই। টেস্ট আঙ্গিনায় একেবারে নবীন আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ ২২৪ রানের বিশাল ব্যবধানে। বৃষ্টিও সেদিন রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। আর সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজের কাছে একেবারে হাতের মুঠোয় থাকা ম্যাচটি হেরেছে বাংলাদেশ ৩ উইকেটে। তবে এবারে সে সব অতীতকে পেছনে ফেলে নতুন করে যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। যদিও প্রতিপক্ষ ইনফর্ম পাকিস্তান। এই ম্যাচেও দলের সেরা তারকা তামিম ইকবালকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। সাকিব আল হাসানের খেলাটাও নিশ্চিত নয় এখনো। তারপরও বাংলাদেশ দল নতুন করে শুরুটা করতে চায়।
এরই মধ্যে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য মাহমুদুল হাসান জয় এবং রেজাউর রহমান রাজা। দুজনই জাতীয় লিগে ভাল পারফর্ম করে টেস্ট দলে জায়গা পেয়েছে। এখন একাদশে সুযোগ পেলে মাঠে কতটা দিতে পারে সেটাই দেখার অপেক্ষা। আগামীকাল থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ এবং পাকিস্তান দুদলই চট্টগ্রামে এসে পৌঁছেছে দুই দিন আগে। অবশ্য বাংলাদেশ দলের একটি অংশ আগে থেকেই চট্টগ্রামে অনুীশলন করেছে। গতকাল দুদল পুরোদমে অনুশীলন করেছে। সফরকারী পাকিস্তান দল সকালে এবং স্বাগতিক বাংলাদেশ দল দুপুরে অনুশীলন করেছে। দু’দলই বেশ ঘাম ঝরিয়েছে। লম্বা সময় পর বাংলাদেশ দল টেস্ট ক্রিকেট খেলতে নামছে। তাই অনুশীলনে কোন ধরনের শিথিলতা দেখাচ্ছে না কোচিং স্টাফ। দলের ব্যাটিং কোচ ব্যাটসম্যানদের লম্বা সময় অনুশীলন করিয়েছেন। সাইফ, সাদমান, মুশফিক, শান্ত, মোমিনুলদের ঝালাই করে নিয়েছেন বেশ ভালভাবেই। বোলিং কোচ ওটিস গিবসনও তার বোলারদের পরখ করেছেন। যেহেতু দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে নামবেন রাহি, নাঈম, তাইজুলরা তাই কৌশলটা তিনি নির্ধারণ করে দিয়েছেন বোলারদের। যেহেতু প্রতিপক্ষ পাকিস্তান সেহেতু তাদের বিপক্ষে বেশ সতর্কতার সাথে বোলিংটা করতে হবে। স্পিন দিয়ে যেমন তাদের তেমন একটা কাবু করা যাবে না তেমনি পেস আক্রমণ মোকাবেলাতেও তারা বেশ দক্ষ। কাজেই তাদের বিরুদ্ধে কৌশলী বোলিং করতে হবে। আর সেটাই যেন শিষ্যদের জানিয়ে দিলেন বোলিং কোচ।

ফিল্ডিংয়ের খুটিনাটি নিয়ে কাজ করেছেন দলের নতুন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। টি-টোয়েন্ট বিশ্বকাপে বেশ কিছু ক্যাচ হাক ফসকে বেরিয়ে গেছে টাইগার ক্রিকেটারদের। সে ভুল যাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে না হয় সেটাই বুঝানোর চেষ্টা করেছেন বাবুল। অনুশীলনে বেশ সিরিয়াস বাংলাদেশ দল। আজ আবারো অনুশীলন করবে টাইগাররা। ম্যাচের আগে সেটাই অনুশীলনের শেষ সেশন। তাই শেষ সুযোগটাকে কাজে লাগিয়ে টাইগাররা নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নেবে সেটাই অনুমেয়।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা পাকিস্তানও অনুশীলন করেছে ঘাম ঝরানো। টেস্ট দলের সাথে যোগ দিয়েছেন আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ আব্বাস, ইমাম উল হক, জাহিদ মাহমুদ, বিলাল আসিফ, আবদুল্লাহ শফিকরা। দলটিতে যেমন রয়েছে দক্ষ পেসার তেমনি রয়েছে স্পিনার। যদিও ইয়াসির শাহ এর মত অভিজ্ঞ বোলার নেই। তারপরও পাকিস্তানের তরুণ স্পিনাররা মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। অনুশীলনে পাকিস্তানীদের শরীরি ভাষা বলে দিচ্ছিল তাদের লক্ষ্য কি। ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ জিতলেও টেস্ট সিরিজকে নিয়ে নতুন করেই যেন ভাবছে পাকিস্তান। তাইতো অনুশীলনে তারা বেশ সিরিয়াস।
বাংলাদেশ এখনো পাকিস্তানের বিপক্ষে কোন টেস্ট জিততে না পারলেও সে সব নিয়ে যেন ভাবতে চায় না পাকিস্তান। মাঠে নিজেদের সেরাটা দিয়ে টেস্ট সিরিজও জেতার প্রত্যয় তাদের মাঝে। অনুশীলনে নিজেদের ঝালাই করে নিয়েছেন বাবর আজমরা। এখন মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পাকিস্তান।
বাংলাদেশের কন্ডিশনও মোটেও অচেনা নয় পাকিস্তানদের জন্য। নানা সময় পাকিস্তানী ক্রিকেটাররা খেলে গেছে বাংলাদেশে। তাই তাদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধসবার আগে অনুশীলনে হাজির মুশফিক
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৮.৬০ কোটি টাকা