মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগে গতকাল বুধবারের একমাত্র খেলায় বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাব জয়লাভ করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৪-০ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা)কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাদী, এরশাদ, নাহিদ এবং রাসেল প্রত্যেকেই ১টি করে গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাবের সাদী। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন বক্সিরহাট ইয়ং ম্যানস্ ক্লাবের কর্মকর্তা মো. আবুল ফয়সাল চৌধুরী।