চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস পঞ্চাশোর্ধ্ব এককের প্রথম সেমি ফাইনালে সালাহউদ্দিন মো. রেজা এম নাসিরুল হককে হারিয়ে ফাইনালে উঠেছেন। এর আগে এম নাসিরুল হক মুস্তফা নঈমকে পরাজিত করেন। অপরদিকে সুলতান মাহমুদ সেলিম সাইফুদ্দিন মো. খালেদকে হারিয়ে পরবর্তী সেমিফাইনালে উঠেন। এর আগে মোহাম্মদ উমর ফারুকও সেমিফাইনালে উত্তীর্ণ হন। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পঞ্চাশোর্ধ্ব টেবিল টেনিস এককের পরবর্তী খেলাসমূহ অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল দশটায় সদস্যাদের ইভেন্টসমূহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। একইদিন পঞ্চাশোর্ধ্ব এবং অনূর্ধ্ব পঞ্চাশের দাবা প্রতিযোগিতা সকাল দশটায় প্রেস ক্লাবে শুরু হবে। উক্ত ইভেন্টসমূহে নাম অন্তর্ভুক্তকারী সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া উপকমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।