খালেদার চিকিৎসার নামে মাঠ গরম করার অপচেষ্টা চলছে

পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড ক ইউনিট আ. লীগের সম্মেলনে বক্তারা

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের হাবিব টাওয়ারে ক ইউনিট সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত এবার বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এদেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই অংশ হিসেবে রাজনীতিহীন বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক লাইন অবলম্বন করছে। তারা ইস্যু খুঁজছে। এমনকি সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে সম্প্রীতির দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
বক্তারা আরো বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে হলে নিজেদের মধ্যে আত্মশুদ্ধি প্রয়োজন। আজ খালেদা জিয়ার চিকিৎসার নাম করে মাঠ গরম করার অপচেষ্টা চলছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি চিকিৎসার নাম করে কীভাবে বিদেশে যেতে পারেন তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। বক্তারা বলেন, তৃণমূল স্তরের নেতৃত্বে কোনোভাবেই যাতে বিএনপি-জামায়াতের এজেন্টরা ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এতে উদ্বোধকের বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মাহমুদ ইছহাক। মুখ্য আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া। বক্তব্য রাখেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আলী বঙ। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মো. জোবায়ের।
ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে ক ইউনিটে হাজী মো. মহসিন সভাপতি, দেলোয়ার হোসেন বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরমীসংগীত শুনে মানুষের হৃদয় পবিত্র হয় : ড. ইফতেখার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ৮৮ মহানগরের সভা