লোহাগাড়া ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লোহাগাড়া ও মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদের পাড়ার এক পুকুর থেকে জান্নাতুল ফেরদৌস ইশা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শিশু ইশা সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল পেঠান পাড়ার মো. শফিউল আলম শফির কন্যা। তারা রশিদের পাড়ায় বসতঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ শিশু ইশাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বুধবার বিকেলে কুতুবদিয়া উপজেলায় বড়ঘোপ ইউনিয়নের মিয়াজির পাড়ায় পুকুরে ডুবে আবিদ নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উক্ত গ্রামের মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন। তিনি জানান, শিশু আবিদ বিকাল ৫টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় । পরে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া মৌলিক অধিকার হরণ
পরবর্তী নিবন্ধভাসানচরের পথে আরো ৩৭৯ জন রোহিঙ্গা