চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সদস্য ক্যাপ্টেন মাহবুবুর রহমান

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) হিসেবে ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান যোগদান করেছেন। তিনি বিদায়ী সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসানের নিকট হতে গত সোমবার দায়িত্বভার গ্রহণ করেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান ১৯৯৩ সালের ১০ জানুয়রি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৫ সালের ০১ জুলাই ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। কম্পিটেন্সি সার্টিফিকেট অর্জনের পর তিনি বাংলাদেশ নৌ বাহিনীর বিভিন্ন ছোট, মাঝারি জাহাজ ও ফ্রিগেটে ইঞ্জিনিয়ার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া জনজীবনে নাভিশ্বাস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল কাল থেকে