নগরের ডিসি রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গত সোমবার দিবাগত রাতে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। ধৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ১৫৬টি খোলা তাস, ৪টি নতুন তাসের প্যাকেট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় নগদ বিশ হাজার টাকা জব্দ করা হয়।
ধৃতরা হচ্ছেন এসকান্দরুল হুদা (৩৪), জহির উদ্দিন (৩৩), ডালিম (৩০), তাজুল ইসলাম (২৬), আলমগীর (৪৫), সবুজ মিয়া (৩০), খলিলুর রহমান (২২), হোসেন মিয়া (৩৮), আবদুল মোতালেব (৪৫) ও শাহীন (১৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আবদুল খালেক (৩৫) ও আবদুর রহমান (৪০) পালিয়ে যান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান গণমাধ্যমকে বলেন, খোকন কলোনির খোকনের পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।