হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ। নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী মো. হারুনুর রশিদের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এনামুল হকের প্রেরিত এমন চিঠি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের সুপারিশসহ জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। নাঙ্গলমোড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীরকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হলেও তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করছেন হারুনুর রশিদ। সংগঠনের শৃঙ্খলা ভঙের অভিযোগ এনে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজাদীকে বলেন, তৃতীয় ধাপে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন করিবকে দলীয় মনোনয়ন দেয়া হয়।