ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে চান বাইডেন

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বয়স চলছে ৭৯। সামপ্রতিক মাসগুলোতে জনপ্রিয়তায় ভাটার টানও দেখা যাচ্ছে। তাতেও দমছেন না জো বাইডেন, শারীরিকভাবে সুস্থ থাকলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট পার্টির হয়ে লড়তে চান তিনি। খবর বিডিনিউজের। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের এমনটাই বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চলতি বছরের জানুয়ারিতে বাইডেন যখন শপথ নেন, তখন তার বয়স ছিল ৭৮ বছর ২ মাস। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হওয়া এ ডেমোক্র্যাট গেল ২০ তারিখ পা রেখেছেন ৭৯ তে।
গত কয়েক মাস ধরে বাইডেনের প্রতি মার্কিন নাগরিকদের আস্থাও আগের তুলনায় কম দেখা যাচ্ছে বলে প্রকাশিত বেশ কয়েকটি জরিপে ইঙ্গিত মিলেছে। বয়স, পরিস্থিতি-সব মিলিয়ে তিনি আরও চার বছরের জন্য প্রেসিডেন্ট হতে চাইবেন না বলেই মনে করছেন অনেক ডেমোক্র্যাট। তিনি চান, তার আগ্রহ আছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিংয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওযা বাইডেনকে নিয়ে বলেন সাকি।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের মানবাধিকারকর্মী খুররম পারভেজ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবুলগেরিয়া চলন্ত বাসে আগুন, নিহত ৪৫