কাশ্মীরের সুপরিচিত মানবাধিকারকর্মী খুররম পারভেজকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে ভারতে সন্ত্রাসবাদ মোকাবেলার দায়িত্বে থাকা সংস্থা এনআইএ। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসে অর্থায়ন’ ও ‘ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ায় পারভেজের জামিন পাওয়া কঠিন হবে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সোমবার এই মানবাধিকারকর্মীর বাড়ি ও কার্যালয়ে অভিযান চালানোর পর তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পারভেজের দিক থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুপরিচিত এই মানবাধিকারকর্মীকে গ্রেপ্তারের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, অনেকেই তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
মানবাধিকারকর্মীদের পাশাপাশি অন্যরাও তার গ্রেপ্তারকে মানবাধিকারের জন্য লড়তে থাকাদের শাসানোর চেষ্টা হিসেবে দেখছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির কড়া সমালোচক পারভেজের জম্মু কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটি ভারত নিয়ন্ত্রিত উপত্যকাটিতে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও অত্যধিক বল প্রয়োগ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। গ্রেপ্তার হওয়ার ৭৬ দিন পর বিশ্বজুড়ে তৎপর মানবাধিকারকর্মীদের চাপে ছাড়া পেয়েছিলেন এ মানবাধিকারকর্মী। সোমবার এনআইএ-র তদন্ত কর্মকর্তারা পারভেজের বাড়ি এবং শ্রীনগরে জেকেসিসিএসের কার্যালয়ে তল্লাশি চালায়।
এরপর তারা পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে গ্রেপ্তার দেখায়।