সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স বড় জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রেলওয়ে ৬-১ গোলের বড় ব্যবধানে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের আল আমিন এ খেলায় হ্যাট্রিক অর্জন করেন। এ জয়ের ফলে রেলওয়ে ৫ খেলায় ৭ পয়েন্ট লাভ করেছে। অন্যদিকে আগ্রাবাদ কমরেড ক্লাব সমান খেলায় মাত্র ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তলানিতে আছে। তারা নিজেদের প্রথম খেলায় হার মানে। এরপর একটি খেলায় ড্র করে। বাকি তিনটি ম্যাচে টানা পরাজয় বরণ করে। গতকাল খেলার শুরু থেকেই রেলওয়ে ঝাঁপিয়ে পড়ে কমরেডের উপর। খেলার প্রথমার্ধেই তারা পাঁচ গোলে এগিয়ে যায়। ৬ মিনিটে পেনাল্টি পায় তারা। এ থেকে অধিনায়ক মো. আরিফ গোল করলে রেলওয়ে ১-০ গোলে এগিয়ে যায়। ২৩ মিনিটে আল আমিন তার প্রথম গোল করেন। এতে ব্যবধান দ্বিগুণ করে রেলওয়ে(২-০)। ৩৬ মিনিটে অধিনায়ক মো. আরিফ আবার গোল পান (৩-০)। ৩৯ মিনিটে আল আমিন নিজের দ্বিতীয় গোল করেন (৪-০)। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে ৪৩ মিনিটের সময় মো. ইরফান দলের হয়ে ৫ম গোলটি করেন (৫-০)। পাঁচ গোলে এগিয়ে থাকা রেলওয়ে রেঞ্জার্স দ্বিতীয়ার্ধেও ছাড় দেয়নি আগ্রাবাদ কমরেড ক্লাবকে। এ অর্ধের ১৯ মিনিটে আল আমিন গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। এটি লিগের প্রথম হ্যাট্রিক। খেলার শেষের দিকে আগ্রাবাদ কমরেড ক্লাবের রাতুল একটি গোল পরিশোধ করতে সমর্থ হন (৬-১)। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের খেলোয়াড় আল আমিন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর নাজমুল হক ডিউক।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় কর্ণফুলী ক্লাব এবং ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। কর্ণফুলী ক্লাব ৫ খেলা শেষে ৯ পয়েন্ট অর্জন করেছে। কর্ণফুলী এখনো লিগের অপরাজিত দল। ২টি জয় এবং ৩টি ড্রতে তারা ঐ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ৫ খেলা শেষে ৫ পয়েন্ট লাভ করেছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের গোলরক্ষক মোবারক হোসেন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আবু জাহেদ।
প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নেবে শতদল ক্লাব এবং কল্লোল সংঘ। বিকাল ৪.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।