টিটি অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে সুবল-আজহার চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সুবল বড়ুয়া-আজহার মাহমুদ জুটি। গত ২২ নভেম্বর সোমবার প্রেস ক্লাবের স্পোর্টস কর্ণারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা মিন্টু চৌধুরী-সুমন গোস্বামী জুটিকে ২-১ সেটে পরাস্ত করেন। এর আগে দু’টি সেমিফাইনালে সুবল বড়ুয়া-আজহার মাহমুদ জুটি নিরূপম দাশগুপ্ত-আরিচ আহমেদ শাহ জুটিকে এবং মিন্টু চৌধুরী-সুমন গোস্বামী জুটি হাসনাত মোর্শেদ-মিজানুর রহমান জুটিকে পরাজিত করে। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।
আজ বুধবার পঞ্চাশোর্ধ্ব টেবিল টেনিস এককের খেলাসমূহ ফিকশ্চার অনুযায়ী খেলাসমূহ অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাকিব খেলছেন না প্রথম টেস্ট
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগ ৩ ডিসেম্বর শুরু