বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা। বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। খবর বাংলানিউজের।
যেখানে একজন ক্রিকেটারের বউয়ের চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। সিনেমাটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন রাজকুমার রাও। এর আগে তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘রুহি’ সিনেমায়। এতে অভিনয় করে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিলেন রাজকুমার-জাহ্নবী। নতুন সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যেখানে ক্রিকেটের বাইশ গজে জমে উঠবে রাজকুমার জাহ্নবীর অনস্ক্রিন প্রেম। প্রযোজক-নির্মাতা করণ জোহরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মাণ করবেন শরণ শর্মা। এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাঙেনা: দ্য কারগিল গার্ল’ নির্মাণ করেছিলেন তিনি।