মাদরাসা শিক্ষার প্রসারে সরকার আন্তরিক

এরাবিয়ান লিডারশীপ মাদরাসার অনুষ্ঠানে এমপি নদভী

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ভিশন-২৫ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মাদরাসার ভিশন-২৫ এবং ইসলামী শিক্ষা বিস্তারে এরাবিয়ান লিডারশীপ অসামান্য অবদান রাখছে। তিনি বলেন, বর্তমান সরকার মাদরাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে কোনো সরকার মাদরাসা শিক্ষার গুণগত পরিবর্তনে এতো ব্যাপক কর্মকাণ্ড হাতে নেয়নি।
এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা ড. শফিউল্লাহ কুতুবীর সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাদরাসার দাতা-উপদেষ্টা আবুল বশর আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার ভাইস চেয়ারম্যান নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আব্দুল গাফফার চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন সেতারা গাফফার চৌধুরী, পরিচালক শফিক উদ্দিন, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা এনামুল হক মাদানী, মো. শহিদুল্লাহ কায়সার, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন প্রফেসর ড. আ. ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদ, কফিল উদ্দিন, মাওলানা আহমদুর রহমান নদভী, ড. মোজাফফর হোসাইন নদভী, মাওলানা মুহাম্মদ আমিন নদভী, প্রফেসর ড. শাকের আলম শওক, প্রফেসর ড. নাজমুল হক নদভী, প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, হাজী দেলোয়ার হোসেন, আমানুল আলম, রফিকুল আলম প্রমুখ।
অধ্যক্ষ মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, ফারহানা গাফফার, মাওলানা শোয়াইব মক্কী, মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন, মাওলানা ছালাহ উদ্দিন বেলাল, মুহাম্মদ রফিকুল ইসলাম, জানে আলম, কামাল উদ্দিন, আবদুল্লাহ আল মাসুদ, আহমদ হোসাইন, নুর মুহাম্মদ, ড. নুরুল আমিন নুরী, ডা. ইমরানুল মাওয়া, নাজমুন নিছা, ড. লুৎফর রহমান, ড. আজিজুল হক, অধ্যক্ষ দিদারুল আলম, মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্বেরাতুল কোরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী রেলওয়ে বাজার সংস্কারের দাবিতে মেয়রকে স্মারকলিপি