পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ২টি করোনার টিকা কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের মাঝে ও একটি মাদরাসায় ছাত্রছাত্রীদের মাঝে নাস্তা ও খাবার বিতরণ করেছেন জিরি জনকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও জিরি ইউনিয়নের চেয়ারম্যান প্রাথী আবুল কালাম আজাদ বাবুল। সোমবার পর্ব মালিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিরি গুরা মিয়া কমিউনিটি ক্লিনিক ও হযরত মৌলানা আব্দুল্লাহ (শাহ) তৈয়বীয়া নুরীয়া মাদরাসায় এই খাবার বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান প্রাথী আবুল কালাম আজাদ বাবুল বলেন, আমি করোনাকালে আমার ইউনিয়নে সাধারণ মানুষের পাশে ছিলাম এখনো আছি, সব সময় থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।