প্রিমিয়ার ইউনিভার্সিটি ও নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তাদের মতবিনিময়

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সেক্রেটারি বাস ব্লাউ, তাঁর টিম ও অরেঞ্জ কর্নারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় উদ্যোক্তা ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সেক্রেটারি বাস ব্লাউ, অরেঞ্জ কর্নারের প্রোগ্রাম ম্যানেজার থিওডর ক্লোভাস, অরেঞ্জ কর্নার ও অরেঞ্জ কর্নার্স ইনোভেশন ফান্ড-এর অ্যাডভাইজার মাইক সিপস, নেদারল্যান্ড দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজার মেহজাবিন কাদের ও মন্নুজান খানম, স্টার্টআপ চট্টগ্রামের ফাউন্ডার এন্ড সিইও আরাফাতুল ইসলাম আকিব, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাহিদ মো. আসিফ ইকবাল এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক টানেল দুই দেশ
পরবর্তী নিবন্ধফ্রিডম ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উদযাপন