সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় তিন নিরাপত্তা কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায় অবস্থিত জনতা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ইয়ার্ডের সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল সাগর উপকূলে অবস্থিত কামাল উদ্দিন আহমেদের মালিকানাধীন জনতা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে সোমবার রাত ১টার দিকে ১০ জনের একটি ডাকাতদল হাতে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে মালামাল লুটের উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ইয়ার্ডের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা লোহার রড, সিগনাল লাইট, চাইনিজ কুড়াল ও পাইপ দিয়ে তিন সিকিউরিটি গার্ডকে পিটিয়ে আহত করে চলে যায়। পরে ইয়ার্ডের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ বিষয়ে মঙ্গলবার ইয়ার্ডের সিকিউরিটি ইনচার্জ মো. ইমরান বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে সুনির্দিষ্ট ৪ জনসহ মোট ১০ জনকে আসামি করা হয়। আসামিরা হল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকার সিরাজুল ইসলাম জুয়েল (২৫), লিটন (২৮), ইউসুফ (২৫), জাহিদ (২৪) ও অজ্ঞাতনামা ৬ জন।
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারটি আমরা মামলা হিসেবে গ্রহণ করব। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।












