লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ৭২ ঘণ্টার আল্টিমেটাম আজ বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে। আজকের মধ্যে নগরীর পতেঙ্গা সী বিচ এলাকায় বন্দর কর্তৃপক্ষের নির্মিত জেটির ইজারা বাতিল করা না হলে চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীতে সব লাইটারেজ জাহাজে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হবে। লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ নবী আলম গতকাল আজাদীকে বলেন, শ্রমিকদের জন্য বন্দর কর্তৃপক্ষ ঘাট নির্মাণ করেছে। শ্রমিকদের দাবির মুখে নির্মিত হয় এই ঘাট। বন্দর চেয়ারম্যান আমাদের কথা দিয়েছিলেন ঘাট আমাদেরই থাকবে। কিন্তু সেই কথা না রেখে বন্দর কর্তৃপক্ষ ঘাট ইজারা দিয়েছে। ইজারাদারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। বন্দর কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছি। আমাদের দাবি মেনে আজকের মধ্যে ইজারা বাতিল করা না হলে সব লাইটারেজ জাহাজে কাজ বন্ধ করে দেব।
উল্লেখ্য, লাইটারেজ জাহাজে ধর্মঘট শুরু হলে চট্টগ্রাম বন্দর থেকে দেশের অন্তত ২৫টি স্থানে এবং বহির্নোঙর থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন নেটওয়ার্ক পুরোপুরিভাবে লাইটারেজ জাহাজের ওপর নির্ভরশীল।











