রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে সুযোগ করে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আপন বড় ভাই। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বর্তমান ইউপি সদস্য বদিউল আলম আজিজ টিউবওয়েল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছোট ভাই রফিকুল ইসলাম রফু নির্বাচন করছিলেন মোরগ প্রতীক নিয়ে। দুই ভাই ছাড়াও আরো চারজন প্রার্থী রয়েছেন এই ওয়ার্ডে। গতকাল মঙ্গলবার বদিউল আলম আজিজ সাংবাদিকদের লিখিত বক্তব্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, বাবার কথা রাখতে ও ছোট ভাইয়ের কথা ভেবে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি আমার ছোট ভাই রফিকুল আলমকে সমর্থন দিয়েছি। এখন থেকে নির্বাচনী কোনো প্রচার প্রচারণা করছি না।
রফিকুল ইসলাম বলেন, বড়ভাই আমাকে ছোটবেলা থেকে খুব স্নেহ করতেন। তিনি স্নেহ করে আমাকে নির্বাচন করার সুযোগ করে দেয়ার জন্য নিজে সরে দাঁড়িয়েছেন। সেজন্য উনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।












