সীতাকুণ্ডে ৫ যুবলীগ নেতাকে অব্যাহতি

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে কাজ করায় ৫ যুবলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতি দেয়া যুবলীগ নেতারা হলেন- বাঁশবাড়িয়া ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. ইয়াসিন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ রাসেল ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টিটু বলেন, ১১ নভেম্বর বাঁশবাড়িয়া ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছিলেন অব্যাহতি পাওয়া যুবলীগের নেতারা। দলীয় শৃক্সখলা ভঙ্গের কারণে যুবলীগের ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিপন্থী আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনার পর সিদ্ধান্ত : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধপঁয়তাল্লিশ মিনিট ধরে চলে গুলি