চমেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ৩০ শিক্ষার্থী

খুলছে ২৭ নভেম্বর

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ৪:০৪ অপরাহ্ণ

ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় বিভিন্ন মেয়াদে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ।

শাস্তির আওতায় সর্বনিম্ন এক বছর আর সর্বোচ্চ দুই বছরের জন্য শিক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া আগামী ২৭ নভেম্বর থেকে কলেজের শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কলেজ খুললেও ছাত্রদের হোস্টেল বন্ধ থাকবে জানিয়ে চমেক অধ্যক্ষ বলেন, “পুরুষ ছাত্রাবাসের ছাত্রদের বরাদ্দ বাতিল করা হয়েছে। ছাত্রদের নতুন করে আবেদন করতে হবে। হোস্টেল কমিটি যাচাই-বাছাই করে ছাত্রদের সিট বরাদ্দ দেবে। নতুন বরাদ্দ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ছাত্রদের হোস্টেল বন্ধ থাকবে যদিও কলেজ খোলার আগে ছাত্রীদের হোস্টেল খুলে দেয়া হবে।”

উল্লেখ্য, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় গত ৩০ অক্টোবর থেকে চমেক বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে ওই দিন ৫ সদস্যের একটি কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ। গতকাল সোমবার কমিটি তাদের প্রতিবেদন হস্তান্তর করে।

ওই প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় দুই গ্রুপের ৩০ শিক্ষার্থী বহিষ্কার ও কলেজ খোলাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিল চমেক কর্তৃপক্ষ।

বহিস্কৃত এসব শিক্ষার্থী সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ছাত্রলীগের কর্মী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের দেয়াল ধস, আহত ৫ (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধএক বস্তায় ৪২ হাজার ইয়াবা