গ্লাদিস নাইলি তোরিবিও মোরালেস (৩২) নামে মেক্সিকোর এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশি যুবক রবিউল হাসান রুমানের (২৯)। সেই থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে সেই তরুণী বাংলাদেশে এসে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন রবিউল ইসলামকে। মেয়েটি এখন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মো. নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। গতকাল সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য বাড়িটিতে উপচেপড়া ভিড়। খবর বাংলানিউজের।
রবিউল হাসান ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।
তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেক্সিকোর পোয়েবলা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১৬ সালে গ্র্যাজুয়েশন করেন। বাংলাদেশে আসতে কোনো ভয় বা সমস্যা হয়নি, শুধু করোনার জন্য কিছুটা উৎকণ্ঠা থাকলেও ভালোবাসার মানুষের কাছে আসার আনন্দে তাও প্রভাব ফেলেনি। গ্লাদিস নাইলি তোরিবিও মোরালেসের বর্তমান নাম মোছা. লাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন তিনি।