খুলশীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন এমইএস কলেজ এলাকা থেকে মো. শাহাজাহান (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়ন্দা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খুলশী থানা।
গ্রেপ্তার হওয়া শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালীর হাজী মো. ইলিয়াছের ছেলে। নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়বাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে খুলশী থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউচিং থোয়াই চৌধুরী বাবলু
পরবর্তী নিবন্ধঅবাধ ও সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর