বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় করা মামলায় মহিউদ্দিন নামের একজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল সোমবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে উক্ত আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মহিউদ্দিন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তবে গত ১৪ নভেম্বর হঠাৎ করে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সূত্র আরো জানায়, অস্ত্রবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের উৎস জানতে মহিউদ্দনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যার কারণে পুলিশের পক্ষ রিমান্ডের আবেদন করা হয়।
গত ১১ জুন কালামিয়া বাজারের আবদুল লতিফ হাটখোলা রোডে প্রকাশ্য অস্ত্রবাজির ঘটনা ঘটে। মূলত বড় মৌলভিবাড়ির পারিবারিক কবরস্থানে ‘বিনামূল্যে কবর দেওয়া হয়’ লেখা সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনায় সাইফুল্লাহ মাহমুদ নামের এক ব্যক্তির পরিবারের ওপর আক্রমণ চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন চারজন।