চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা দাবা বাছাই প্রতিযোগিতা আগামী ২৫ নভেম্বর বিকাল ২:৩০ টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলার সকল দাবাড়ুদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এ রেটিং প্রতিযোগিতা সুইচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন খেলোয়াড় চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় দাবা প্রতিযোগিতায় (অঞ্চল-৩) অংশগ্রহণ করবে।
চট্টগ্রাম বিভাগীয় দাবা প্রতিযোগিতা ২ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক দাবাড়ুদের আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৭ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।