চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস অনূর্ধ্ব পঞ্চাশ এককে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে নিরূপম দাশগুপ্ত বর্তমান চ্যাম্পিয়ন মিন্টু চৌধুরীকে ২-১ সেটে পরাস্ত করে শিরোপা পুনরুদ্ধার করেছেন। গতকাল ২২ নভেম্বর সোমবার প্রেস ক্লাবের স্পোর্টস কর্ণারে উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম সেমিফাইনালে নিরূপম দাশগুপ্ত আজহার মাহমুদকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মিন্টু চৌধুরী আরিচ আহমেদ শাহকে পরাজিত করেন। এদিকে ক্যারম পঞ্চাশোর্ধ্ব দ্বৈতের প্রথম সেমিফাইনালে মুহাম্মদ মোরশেদ আলম-বিশ্বজিৎ বড়ুয়া জুটি অমিত বড়ুয়া-আবুল কালাম বেলাল জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছেন। একই গ্রুপের ক্যারম এককে বিশ্বজিৎ বড়ুয়া আবুল কালাম বেলালকে ২-১ সেটের ব্যবধানে হারিয়ে প্রথম সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছেন। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।
আজ মঙ্গলবার ফিকশ্চার অনুযায়ী খেলাসমূহ অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।