পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরুর পর অধিনায়ক নিগার সুলতানা বলছেন, সামনে এগিয়ে যাওয়ার টনিক হিসেবে কাজ করবে এই জয়। হারারেতে রোববার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় দলকে মোমেন্টাম এনে দিয়েছে বলে মনে করেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা নিগার। ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জয় দিয়ে শুরু করতে পেরেছি, পুরো টুর্নামেন্ট আমরা কেমন খেলব, এটা আমাদের পুরো দলকে একটা মোমেন্টাম এনে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময় অনেক উত্তেজনাপূর্ণ থাকে। আমরাও সেভাবেই প্রস্তুত ছিলাম। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। এই জয় সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন নিগার। ‘এটা (জয়) আমাদের দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। পরে যে ম্যাচগুলো আমরা খেলব সেখানে এটা আরও বেশি সহায়তা করবে।’ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও থাইল্যান্ড। বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এর আগে দুইবার বাছাই পর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর চরিত্রে রোকেয়া প্রাচী
পরবর্তী নিবন্ধমুক্ত বিহঙ্গের জয়,বাকলিয়া-স্টার ড্র