সাহিত্যিক শিক্ষাবিদ প্রাবন্ধিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সামপ্রতিক প্রকাশিত গ্রন্থ ‘শিশির থেকে শবনম’ এর প্রকাশনা উৎসব আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমি ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। আলোচক হিসেবে থাকবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ওবায়দুল করিম ও চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন পরিচালক জাহাঙ্গীর মিঞা। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে ‘শিশির থেকে শবনম’ গ্রন্থটি সর্বোচ্চ ছাড়ে সংগ্রহ করার সুযোগ থাকছে। এছাড়া বইটি পাওয়া যাবে আগামী ১০ ডিসেম্বর থেকে আট দিনব্যাপী চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠেয় ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে’। প্রেস বিজ্ঞপ্তি।