বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে লালনের মধ্য দিয়ে নব প্রজন্মের গবেষণা-সাহিত্য-জ্ঞানচর্চায় অনন্য অবদান রেখে চলেছে অমিতাভ। একথা অনস্বীকার্য যে, অতীতে অনেক পত্রিকা কালের গর্ভে বিলীন হলেও অমিতাভ দীর্ঘ ২০ বছর ধরে নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ বাতিঘরে সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, অধ্যাপক সনজীব বড়ুয়া ও প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া। বক্তব্য রাখেন ড. সনজয় বড়ুয়া চৌধুরী, অমিতাভ শিল্প নির্দেশক সুজন মুৎসুদ্দী, সমন্বয়ক আশুতোষ বড়ুয়া, অমিতাভ কালচারাল সোসাইটির সদস্য প্রকৌ. সুমন বড়ুয়া, শিশির বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নব প্রজন্মকে উৎসাহিত করার মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্খার প্রতীক হিসেবে আজ এক স্বাপ্নিক বাস্তবতার মুখোমুখি অমিতাভ। এ পত্রিকা আগামীতে আরো সমৃদ্ধ হয়ে নবপ্রজন্মের জ্ঞানচর্চার অন্যতম বাহক হিসেবে বীরদর্পে এগিয়ে যাবে এবং নিরবচ্ছিন্নভাবে আরো ২০ বছর অতিক্রম করবে। প্রেস বিজ্ঞপ্তি।