হাটহাজারীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজ উদ্দীন তৈয়বী (৬০) নামে ইসলামী ফ্রন্টের এক নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরা পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ নূর গত শনিবার যথারীতি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইসলামী ফ্রন্ট নেতা এবং হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব সিরাজ উদ্দীন তৈয়বও এতে অংশ নেন। রাতে একপর্যায়ে বক্তব্য রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে আমান বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে। গতকাল চিকনদন্ডী ইউনিয়নের দরবেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল পাঁচটায় মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।