চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের হয়েছে ৯৫.৫৭ কোটি টাকা। মোট ২০,৬৩৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৩.৪২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৮২ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৭১৯.৩০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,৮৪.১৫ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৪৮.২১ পয়েন্টে। সিএসইএসমেক্স গতকাল অপরিবতিত ছিল যা হলো ৬৭৩.৭২ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯০,১৬৫.১৪ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৫৭০.৮৮ কোটি টাকায়। সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫ টির, কমেছে ১৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।