আগের বলে ছক্কা হজম করে যেন মেজাজ হারিয়ে ফেলেছিলেন শাহিন শাহ আফ্রিদি, অহেতুক বল ছুঁড়ে মারেন ব্যাটসম্যান আফিফ হোসেনের দিকে। এমন ঘটনার পর অনুমিতই ছিল পাকিস্তানি এই পেসারের শাস্তি। আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মিরপুরে শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কান্ড ঘটান আফ্রিদি। বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা সেটি। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে আফ্রিদি নিজের ভুল স্বীকার করে নেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।