গণতন্ত্র রক্ষায় তৃণমূল নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে

মহানগর আ. লীগের ইউনিট সম্মেলনে নেতৃবৃন্দ ।। আরো ৪ ওয়ার্ডের ইউনিট সম্মেলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪টি সাংগঠনিক ওয়ার্ডের ‘ক’ ইউনিটের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এই চার ওয়ার্ডের (২নং জালালাবাদ, ৩নং পাঁচলাইশ, ৬ পূর্ব শোলষহর, ৭ পশ্চিম ষোলশহর) ‘খ’ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে।
২নং জলালাবাদ ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী বলেন, সম্প্রীতি সাম্য ও গণতন্ত্র রক্ষায় তৃণমূল স্তরের নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নির্দেশনা ও দলীয় সুস্পষ্ট সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তূণমূল স্তরে সাংগঠনিক কার্যক্রম পুনঃগঠন শুরু হয়েছে। এতে সকলের সহযোগে ও সহযোগিতায় আমরা একটি দলকে সামাজিক নিরাপত্তার বেষ্টনি হিসেবে তৈরি করতে পারলেই দেশ বাঁচবে, দল বাঁচবে, জাতি বাঁচবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের মধ্যে অভিযোগ বা মতভিন্নতা থাকতে পারে।
সবচেয়ে বড় কর্তব্য হল শৃঙ্খলাকে সুরক্ষা করা। এই শৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় এবং শক্তিশালী হবে। বিএনপি জামাত যে কোন মুহূর্তেই আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এমনকি তাদের কেউ কেউ দলে ইতোমধ্যেই ঢুকে গেছে। এ জন্য আমাদের দলে যারা দায়ী তাদেরকে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। ফরম পূরণকালে সত্যতা ও সঠিকতা আমলে নিয়েই সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দদেরকে সর্তকতা অবলম্বন করতে হবে।
২নং জলালাবাদ ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এস এম আজিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহম্মদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এয়াকুব। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে ইউসুফ সভাপতি ও এ এস এম আজিজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
আজ ৪টি ওয়ার্ডের খ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধবনজৌর রেস্টুরেন্টের ২য় বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৩ জন