নগরীর অভিজাত ফ্যামিলি স্টাইল রেস্টুরন্ট বনজৌর তার শতাধিক কর্মীকে সম্মাননা জানিয়ে দুই বছর পূর্তি উদযাপন করেছে। গতকাল শনিবার নগরীর জিইসি মোড়স্থ বনজৌরের নিজস্ব ব্যাংকুইট হলে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে দুই বছর পূর্তি উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা. বিনয় পাল।
বক্তব্য রাখেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন। উপস্থিত ছিলেন পরিচালক প্রাণ গোপাল বণিক, নোবেল বড়ুয়া, চিত্তব্রত সাহা, আবদুল মান্নান, আতিকুর রহমান রুমেন, কে এম ইকবাল হোসেন, সুদীপ কুমার মিত্র (দোলন), অরুণা পাল, কণা সেন। অনুষ্ঠানে বছরব্যাপী কর্মীদের পারফরমেন্স বিবেচনায় ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি এবং বিভিন্ন বিভাগের ১৯ জন কর্মীকে সেরা কর্মীর সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে যারা বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন তারা হলেন- ব্যবস্থাপক রহমান আলী, সহকারী ব্যবস্থাপক লারোস গোমেজ, সহকারী ব্যবস্থাপক সুজন হালদার, এক্সিকিউটিভ শেফ ফারুক আহাম্মদ, চীফ একাউন্টেন্ট শুভ পাল। এছাড়া বিভিন্ন বিভাগে যারা সেরা কর্মী নির্বাচিত হয়েছেন তারা হলেন- বাংলা শেফ বিভাগে আলী আহাম্মেদ, ক্যাপ্টেন বিভাগে মি. অমিত. কন্টিনেন্টাল ও এরাবিয়ান ফুড বিভাগে মো. হেলাল, ইন্ডিয়ান ফুড বিভাগে সুজন হোসাইন, ফ্রাই বিভাগে মো. হাছান, থাই ফুড বিভাগে বাপ্পি দে, চাইনিজ বিভাগে মো. রাসেল, পেস্ট্রি বিভাগে মো. নাজমুল, সিনিয়র ওয়েটার বিভাগে অং সুই, ওয়েটার বিভাগে মো. রুকন, ট্রেইনি ওয়েটার বিভাগে অং সিং, পেন্ট্রি বিভাগে মো. জুয়েল, স্টোর বিভাগে অভিজিৎ, মেনটেনেন্স বিভাগে আলমগীর, হোস্টেজ বিভাগে রিমা, সিকিউরিটি বিভাগে মো. কামাল, কিচেন ক্লিন বিভাগে শেখ আহাম্মেদ, ডিশ ওয়াশিং এ উসু সিং মারমা, হল ক্লিনিং বিভাগে জাহাঙ্গীর। প্রধান অতিথি, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ বর্ষসেরা কর্মীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংঙ্গীত পরিবেশন করেন রূপা রোজালিন এবং রণি গুহ। নৃত্য পরিবেশন করেন লাবিবা রহমান। প্রেস বিজ্ঞপ্তি।