চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও মাদক ব্যবসার সৃষ্টির মাধ্যমে এদেশের মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা মানবতার শত্রু। বক্তারা আরো বলেন, সারাদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন ধর্মের মন্দির, গির্জা, উপাসনালয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে শেখ হাসিনার সফল নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল মহলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। পরিষদের সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ তিতাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফর আলী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জাসদ উত্তর জেলা সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। বক্তব্য রাখেন সৈয়দ দিদার আশরাফী, মো. কামাল উদ্দীন চৌধুরী, সুমন দেবনাথ, ইয়াসির আরাফাত, মর্জিনা আক্তার লুসি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, এম এ সালাম, সিরাজুল ইসলাম, হারুন রশিদ, রিমন মুহুরী, পারভীন আক্তার চৌধুরী, আঞ্জুমান আরা, পারভীন চৌধুরী, জেসমিন আক্তার জেসি, আসিফ ইকবাল, কাজী আইয়ুব, আমানউল্লাহ মেজু, আবদুল্লাহ মজুমদার, মো. জিএম ফয়সাল পারভেজ, এমদাদুর রহমান রিয়াদ, টারজেন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।