কালুরঘাট সেতু সরকারের অগ্রাধিকার প্রকল্পে রয়েছে

উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে মোছলেম উদ্দিন এমপি

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩৯ পূর্বাহ্ণ

৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালখালী উপজেলার সৈয়দপুর চাঁন্দারহাটে দুই তলা ভবনের ভিত্তিস্থাপন করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এম পি। গতকাল শনিবার এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন তিনি।এসময় চাঁন্দারহাট ব্যবসায়ী সমিতি আয়োজিত সভায় মোছলেম উদ্দিন এম.পি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের গ্রামীন অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বোয়ালখালীর সকল উন্নয়নের মূলে রয়েছে কালুরঘাট সেতু। এটি সরকারের এক নম্বর অগ্রাধিকার প্রকল্পে রয়েছে।
সমিতির সভাপতি মঈনুদ্দিন আজাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধনাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন