সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবর রহমান সিকদার, সাধারণ সম্পাদক এ এফ এম আতাউল ইসলাম, আবু মোবারক জাহাঙ্গীর, প্রধান শিক্ষক স্বপন কুমার দে, নাজিম উদ্দীন, মো. সেলিম উদ্দীন, ইখতিয়ার উদ্দিন বাপ্পী প্রমুখ। প্রধান অতিথি বলেন, ছাত্রলীগকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এলাকায় এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।