চবি ২১তম ব্যাচের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একুশ (২১ ব্যাচ), চবির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা একুশ, চবির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে গত ১৮নভেম্বর নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, অ্যালামনাই এসোসিয়েশনের সৈয়দ ছগীর আহমদ, জাকের হোসাইন, শাহজাহান চৌধুরী, ২১তম ব্যাচের পক্ষে বক্তব্য দেন মোজাম্মেল লেলিন, সালাউদ্দিন রেজা, সেলিম রেজা সৌরভ, মহিউদ্দিন বাদল, রেজাউল করিম স্বপন, সোহেল রহমান, মো. আতিক, আলী মাহবুব, রেজাউল করিম, মুজিবুর রহমান, ওমর ফারুক, সফিকুল ইসলাম, সুস্মিতা সুলতানা, শ্যামলী বড়ুয়া, নুরুল হাদী, কৃষ্ণ চৌধুরী, মীর আহমদ মিন্টু, মনসুর খান, হাসিনা আকতার হাসি, সবুজ নাথ, মৃদুল চৌধুরী, আকরাম আজাদ প্রমুখ। সভা ও স্মৃতিচারণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধউদীচীর ‘যুদ্ধ’, উদীচীর যোদ্ধা