বান্দরবানের নীলগিরি, চিম্বুকসহ উচুঁ নিচু ১০০কি:মি: পাহাড়ি পথে অনুষ্ঠিত হয়েছে মাউন্টেইন বাইক প্রতিযোগিতা। সাইকেল চালিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১১০ সাইক্লিস্ট। বান্দরবানের রাজার মাঠ থেকে শুরু হয়ে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র থেকে ইউটার্ন নিয়ে মিলনছড়ি গন্তব্যে পৌঁছে প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেন ঢাকা জেলার রাকিবুল ইসলাম। এছাড়া শাহাদাত হোসেন দ্বিতীয় এবং সায়েম মাহমুদ তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে মাউন্টেইন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ৬৯পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার জেনারেল মো. জিয়াউল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তাহের উল আলম চৌধুরী, জেলা পরিষদ মূখ্য নির্বাহী আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাহাড়ের সম্ভাবনাময় পর্যটনকে তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখা, আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতায় অশংগ্রহণের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রতিবছর। প্রতিযোগিতা থেকে উদীয়মান সাইক্লিস্টদের নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।