আজকের দিনটি বুবলী-ভক্তকুল কখনও ভুলবেন না। আজ তাদের প্রিয় নায়িকার জন্মদিন। এমন দিনেও আউট ডোরে শুটিং নিয়ে ব্যস্ত বর্তমান সময়ের এই চিত্রনায়িকা। ঢাকা থেকে অনেক দূরে সিলেটে ‘কয়লা’ সিনেমার সেটে বসেই প্রিয় মানুষদের শুভেচ্ছায় ভাসছেন শবনম বুবলী। কথা হয় এই প্রতিবেদকের সঙ্গেও। তবে শাকিব খানের প্রসঙ্গ জন্মদিনে এড়িয়ে গেছেন এই নায়িকা। বিশেষ কেউ ফোন করে বা এসএমএস দিয়ে উইশ করেছে কিনা? জানতে চাইলে বুবলী বলেন, প্রতিটি উইশ আমার কাছে স্পেশাল। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। শাকিব আপনাকে উইশ করেছেন? এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে বুবলী বলেন, সহশিল্পী যারা আছেন সবাই তো উইশ করবেন। একজনের কথা স্পেসিফিকভাবে নাই-বা বলি! দরকার কী? প্রত্যেকেই তো সহশিল্পী। আমার সঙ্গে যারা কাজ করেছেন সবাই উইশ করেছেন। স্পেসিফিক উনার কথাটা আনতে চাচ্ছি না। জাফলংয়ের খাসিয়া পল্লীতে শুটিং করছেন বুবলী। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। বুবলী বলেন, সিলেটে এই প্রথম শুটিংয়ে এলাম। চা-বাগানের বাইরেও সিলেট যে এত সুন্দর, না এলে বুঝতাম না! ইন্টারেস্টিং হচ্ছে খাসিয়া পল্লীর মানুষগুলো খুবই হেল্পফুল। আমাদের নিরাপত্তার দিকেও তারা খেয়াল রাখছেন। বেশির ভাগ সময় দেখা যায়-জন্মদিনেই শুটিং থাকে। এবারও তাই। উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, এরই মধ্যে কেক, চকলেট, ফুল আসতে শুরু করেছে। এটা যেহেতু সীমান্ত এলাকা তাই টাইম নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। তারপরও বারোটা বাজার আগেই আমরা কেক কেটেছি। সিলেট থিকে ফিরে ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন বুবলী। ইকবাল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন রোশান।