পুকুরিয়া শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে সেমিনার

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে ‘শিক্ষার মান উন্নয়নে সমাজপতিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন রাজনীতিক লায়ন মোসলেহ উদ্দিন মনসুর। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছেন সেগুলা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করে যেতে হবে। কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি কে এম নাজমুল হক সিকদারের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ, রোটারী ক্লাব অব রিভারাইন হালদার সভাপতি মোহাম্মদ জাবেদ, ব্যাংকার বেলালুর রহমান, আব্দুল ওয়াজেদ, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ইউসুফ আনসারাী, শিক্ষানুরাগী মো, নাজিম উদ্দিন, পরিচালক মওলানা এরফানুল হক, মোহাম্মদ একরামুল হক। অতিথিবৃন্দ শাহ মজিদিয়া মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিদর্শন এবং চলমান কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমে কর্মশালা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ জমিরের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ