মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী শফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা মঙ্গলবার ডিসি রোডস্থ সাবেক সংসদ সদস্য এম কফিল উদ্দিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু। শহীদ আরিফ স্মৃতি সংসদের সভাপতি ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী শফি ছিলেন মহানগর আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য সিরাজদৌল্লা দৌলত, সাইফুল ইসলাম, হাজী শফির পুত্র, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মহিউদ্দিন কাদের, মো. ইসমাইল হোসেন, জামাল আহমেদ সোহেল, নজরুল ইসলাম প্রমুখ। স্মরণ সভার আগে হাজী শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি